
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। মোহাম্ম আব্দুল মোমেন এর বাড়ী বাঞ্ছারামপুর উপজেলা তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামে।
পাশাপাশি মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন তিনজনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ করা হলো।এর মধ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(১) ধারার বিধানমতে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হলো।প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশনের চেয়ারম্যান হিসেবে মি. মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান। এছাড়া কমিশনার অপর দুই কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান হিসেবে নির্ধারণ করা হয়েছে।