
অদ্য ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ঢাকার কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট “মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন” এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি এমএ খালেক পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট রফিক সিকদার, এডভোকেট জিয়াউদ্দিন জিয়া, মেজর জেনারেল সিকদার শাহাবুদ্দিনসহ বাঞ্ছারামপুরের কৃতিসন্তানেরা। উক্ত অনুষ্ঠানটি সকলের উপস্থিতিতে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভা আজ যেন প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছিল এবং সমিতি যেন তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে।
নব নির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় আলহাজ্ব মোফাক্কের হোসেন ও সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি (অব:) এর নেতৃত্বে আগামী কমিটি বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে ও সমিতির উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন বলে আশ্বাস করা হয়েছে। উপস্থিত, অনুপস্থিত সকল সদস্য, বাঞ্ছারামপুরবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।