
২০ নভেম্বর ২০২৪ তারিখে কৃষিবিদ পলাশের অবৈধ কাউন্সিল বিরোধি মিছিলে গুরুতরভাবে আহত হন মোঃ আউলাদ হোসেন নামের এক কর্মি। উক্ত কর্মির বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন গোটকান্দি গ্রামের।
গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে উক্ত মিছিলে গোটকান্দি গ্রামের জনাব বিল্লাল হোসেন এর নতৃত্বে উপজেলা বাঞ্ছারামপুরে অবৈধ কাউন্সিল বিরোধি মিছিলে যোগদান করেন।
জনাব এম এ খালেক পি এস সি এর ছোট ভাই জনাব আব্দুর রাজ্জাক শিশু মিয়া
আওলাদের শারীরিক খোঁজ খবর নেন এবং নগদ আর্থিকভাবে সহায়তা করেন এবং পরবর্তিতে প্রয়োজন হলে আরও সহযোগিতা আশ্বাস দেন।