
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে র্যাবের অভিযানে ৬৮ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হলেন, ছানাউল্লা (৪৫) বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, মীরবাড়ী এলাকার বাসিন্দা।
র্যাবের-৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর আভিযানে বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় ৬ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।